
স্বদেশ মিশ্র
লেখা ১
চাঁদপরাগ
মধুবিহঙ্গে নীল হয়ে উঠছে
একটা ক্যাফের নিরালা
পরীদের অবসরে কুয়াশাপ্রণয়
ট্রেন ট্রেন বাঁশী
আলগা আলগা রাগ
চাঁদপরাগ
তোমাকে কই দেখছি না তো
একটা দুটো চা এর পাতায়
একটা দুটো হ্রস্বইকার
দেবতাদের সংলাপ নেই
গড়িয়ে যাচ্ছে মাশরুম
গড়িয়ে যাচ্ছে কফি কেক
ক্যালেন্ডার উড়ছে আলাদিন
সারারাত যেন একটাই মাস
বৃষ্টি এনে দাও
লুকিওনা আর
লেখা ২
ফুলের প্রবাহে তোমাকে ভালো লাগবে
ভালো লাগবে তোমাকে ফুলের প্রবাহে
বাদাম গাছের ফুল তুমি
কিম্বা বাদাম ফুলের গাছ
এখানে বিকেল উদিত হয়
সকাল যায় অস্ত
ঘড়ির কাঁটা নেই
ফুল আছে
লাল হয়ে
লেখা ৩
কয়েকটি বিষণ্ণ খোলা খাম
ছাদ বারান্দা ছাদ
সন্ধ্যাবাস খুলে এলিয়ে যাচ্ছে মাধবীকুঞ্জ
নিকুঞ্জপ্রশ্রয়ে নাভিতে ফুটেছে বনফুল
ঘন করে গুলে দিয়ে ভুল
কোথাও কোনো স্থানিকবিন্দুতে নোঙর করেছে
আমাদের ঝাউসমাগম তরঙ্গতীর
হাওয়া দিলে সরে যাচ্ছে নদী
ভুলভ্রান্তি ফেলে রেখে যদি
জানালা-দরোজা সব হয় অবশ
কেঁপে উঠবে ত্বক
নিরুক্ত, আয়নার টিপ টুকু খসে পড়বে টুপ করে
শুধু প্রশ্বাসে, বিহ্বলে, নিঃশ্বাসে
সময়যান একটি দীর্ঘ জরুলদাগের কাছে
রাখবে আকুতিময় সারারাত
একটি প্লাবনকাল
উথালপাথাল