
দেবাঞ্জন দাস
আগামীর নির্বাচন
৬.
বেলা বাড়ার সাথে
আমি দুর্যোধনে যাই
পৃথিবী চেঁচাচ্ছে
দিন শান্ত হচ্ছে…
চুমু খাই দুর্যোধনে
হারতে হারতে
রামধনু আঁকব বলে
জল চেয়েছিলাম
আজও উদগ্রীব…
সে’সব বৃষ্টি হয়ে পড়বে
দলিত উঠোনে চরু রাঁধা হবে
যেদিন দমকা হাওয়ায় জানলা খুলে যাবে
পাহাড়ের জল নামার অপেক্ষায় বাঁধ দেব
নমঃশূদ্রে দেওয়াল দেব থাক থাক
মারহাবা দুর্গ
ভাতের দানা গড়াতে গড়াতে
জ্যোৎস্না ছোঁবে
নদীর নীল উপত্যকা ছাড়িয়ে
কায়েত বাড়ির দুর্গামন্ডপ ছাড়িয়ে
পংক্তিভোজনের খিচুড়িতে লবণ হয়নি বলে
আমি একবারও বলব না
সেই জ্যোৎস্না আসেনি
আজও তুমি মৃত্যুর খবর বেচো
আজও হাওদা তফাৎ যায়
বেলাশেষের কদমবুসিতে…
৭.
মেঘ বয়ে আসছে
স্থানীয় সময়
কাহার পাড়ার চাঁপা ফুল
যমুনা পেরোনো ইস্তক
আজ আর বৃষ্টি খাবে না
গাছকে সরল করে দেব শব্দের মতো
সে তখন গন্ধ হয়ে ভিজবে
খুঁজে পাব নগ্নতার পালক
বিকেলের রোদ্দুরের কাছে
জিম্মা রইল
আচমকা উলটে যাওয়া গ্লাস
ভেজা দুব্বো, ঘামের চুল
সেই মেঘডাক
সাঁওতাল মুনিষ খুব চিনেছিল
পথভুলো ষাঁড়ের ঘণ্টায়
ভেবেছিলাম
রাত শেষে
ভুখা বিল-বাওর পোয়াতি হবে বর্ষায়