
শান্তনু মণ্ডল
ভাইরাল
১। যবনিকায় জড়িয়ে যাওয়ার হাহা
কী এমন মৃত্যু কথায়
মাইল কে মাইল পৌত্তলিক প্রতিবিম্ব
কালাকার ঈশ্বরের দিকে চলেছে
ঈশ্বরী লম্বা করছে তাকে
বাপ মা মরা দেবতাদের কথা ভাবি
প্রতি রবিবার এলে
এমনই বেলুন ফোলাবার চাহিদা বেড়ে যায়
প্রতি নক্ষত্রে বসে সব্জি বাজার
অনেক মিথেন দানার গালগল্প
প্রতি প্রতিমায় একটি করে টোপ
আয় মা আয়
মৃত ভিখারির এ এক চকমকি
দু’মুখে ছুটির সেতু
পার হতে বেলা যায়
ঠিক যেন এখানেই সকল জীবিকা
একে অপরকে সেলাই করছে
২। মাধব হওয়া শব্দ পড়েছে পাতে
রঙবেরঙ আলখাল্লায় বীজ বপনের
কথাকলি
আহা বাঁশরি কথাবলি
থাকা দায়
অবাধ স্বপ্নদানা পাতে পড়েছে
এখন কী করি
পুংগন্ধ ইতিহাস ব্যাবিলন ফুঁড়ে
শূন্য উদ্যান রোমান হরফ
কী করে চিনব তাকে
ঐ যে রোলিংমিল পাটকল
জাঁতাকল কার্বন
জল অবিকল জঙ্গল
সুইসাইট নোট
কড়কড়ে
কোন পাত খালি নেই আর