
পাপড়ি গুহ নিয়োগী
ফক্কা
১
ক্রমশ ক্যানিব্যালদের দখলে
চলে যাচ্ছে গোটা দেশ
এরা লিঙ্গ মাথায় নিয়ে ঘোরে
ধনতন্ত্র লুডো ক্লাব নামক জটিল পাকচক্রে
অনুবাদকের টীকায় বায়োপলিটিক্স
২
আয়নায় ভারসাম্যহীন কালো রুমাল
লবণবৃত্তে বহুমাত্রিক ফসল
চাল আলু দৌড়ে মব
ক্লেভার কিংয়ের অনুপ্রেরণা
সংসারের ফুটোয় কমোড
৩
মানুষের মাংস রান্নার শর্টফিল্ম বানাতে
অন্তত দুই তিন ঘণ্টা ম্যারিনেট লাগে
ক্যারামবোর্ডে সাঁতার কাটে রঙ
করোনা অস্ত্রের লড়াই আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ
৪
ফ্যাশন দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে যৌনচাঁদ
গ্রিল চিকেন বানাচ্ছে মাফিয়া
এখন ভোট উৎসবের ক্যাপশন অঘোরী সাধনা
আধুনিক রাষ্ট্রের জোর টক্কর চলছে মৃত্যুর ভেতর
৫
আয়না ঢুকে পড়ছে অন্য এক আয়নার পেটে
জল কামানের নাভি থেকে বেরিয়ে আসছে ন্যাংটোচিত্র
কৃষকের গানে ব্যারিকেড
আজকাল অন্ধকারের পাশে আলো লিখতে পারি না
৬
ওয়েব সিরিজের দৌলতে
অন্য এক বলয় ঢুকে যাচ্ছে আমাদের রান্নাঘরে
মাদারচোদ এখন ছেলেমেয়েদের লিরিক
আর্কাইভে রবীন্দ্র সংগীত
৭
ফ্যামিলি ফিল্ম থেকে বেরিয়ে
নীল রঙের কারবার করছে দালাল চক্র
একদল কিশোর
ক্রাইম সিরিজ থেকে জেনে নিচ্ছে ভয়ংকরকৌশল
তবুও নগরকীর্তন করে পেট নরকের গর্তে