
তপোন দাশ
চিত্রহীন কবিতা -১৩
কিছু কথা ভোর হবে থেকে নেমে গেল নয়
এক কাপ শহর গুলে খাচ্ছে মাপার গাছ
স্তন খুলে কেউ হাসে না বোমার পোশাক
কালো ত্রিভুজ ঢেকে রাখে বসার আগে
চুমুক দিচ্ছে গা খোলা বিকেল হতে গিয়ে
মদ খেয়ে চুর ফেরা দেখা পড়ে আলোতে
চিত্রহীন কবিতা-১৪
কখনও হাত খোলে স্কার্টের ডাকনাম পর্যন্ত
একটা মন দিয়ে অনেক শরীর পাতার শব্দ
গাড়ির নিচে শুয়ে স্কুলব্যাগ বলেনা সময়
আগে জানলে ট্রেনে পড়তো বিয়ে কাটা
ঈদ পড়ছে রাস্তা ফেরা ঘর যে যার
হাঁটা পকেটের দিকে হাততালি পার হচ্ছে
নাভিতে ছায়া করে জিতে যায় বোতামঘর