
অতনু ভট্টাচার্য
কি কী
কী করবো আমি ?
তুমুল নেশা ?
নিজের ভেতর ?
পাগল যেমন ?
ধ্বংসস্তুপে ?
পণ্য-ঝড়ে ?
পচনে না সুগন্ধে ?
সাধনার ঘাড়ে উঠে ?
ভূত নামাবো ?
না কি কী ?
কী করবো !
এক মিনিট
চাঁদে দৌড়োনোর আগে
ভাত দাও হে সরকার
যে কোনও বাহাদুরি দেখাবার আগে
খিদে পেয়েছে
শিক্ষাও পাচ্ছে ভীষণ
পরে যেও
চাঁদ পালাবে না