
রঙ্গীত মিত্র
নাগর-দোলা
মাথার ভিতর বারান্দা থেকে ছায়া নিয়ে এসেছে
নদীর জল।
জলের মাথা থেকে মাছের আঁশ বেরিয়ে আসে
অটোর চাকা থেকে সূর্য হারায় রাস্তা।
চরকির মতো ঘুরছে বিশ্ব
আমি সেই নাগরদোলায় হারিয়ে ফেলেছি শৈশব…।
না মানার গান
আওয়াজ শুষে নিয়েছে অন্ধকার
তুলোতে জমাট বাঁধা ভয়।দূর থেকে কে যেন গান গেয়ে যায়
অবসর গ্রহ-বন্দি হয়ে আছে।
পিঁপড়েরা ঝড় মুখে নিয়ে আসে
টেলিফোনে পাওয়া যায় না অবসাদকে।
সম্পর্ক
বাদুড়ের মতো ঝুলে আছে ।
বিষাদের অন্ধকার রক্তবমি করে
রাস্তার উপর।
ফিতে খুলে যাওয়া বিশ্বায়ন
তদন্তে নেমেছে।
দেবতারাও বিস্মিত
কিছুতেই মানিয়ে নিতে পারছিনা।